তালতলীতে এক রাতে দুই দোকান ও এক বাড়িতে দুর্ধর্ষ চুরি

তালতলীতে এক রাতে দুই দোকান ও এক বাড়িতে  দুর্ধর্ষ চুরি
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি ঃ বরগুনার তালতলী বাজার ও মালীপাড়া এলাকায় শুক্রবার গভীর রাতে দুইটি দোকান ও একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দুইটি দোকানের সাটারের কয়রা ভেঙে ও একটি বাড়ির সিদ কেটে নগদ একলক্ষ সত্তুর হাজার টাকা স্বর্নলংকার সহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দায়ের করবেন বলে তারা জানিয়েছেন । সরেজমিনে গিয়ে দেখা যায় তালতলী বাজারে লোকাল বাস কাউন্টারের সামনে বাচ্চু স্টোরের দোকান মালিক বাচ্চু হাওলাদার কান্না জরিত কন্ঠে বলনে। শুক্রবার রাতে প্রতিদিনের মতো তার দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরে শনিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সাটারের কয়রা ভাঙা ভেতরে প্রবেশ করে দেখতে পান দোকানে রাখা ১ লাখ ৬৫ হাজার টাকা ও বিভিন্ন ব্রান্ডের সিকেরেট চুরি হয়ে গেছে। এছাড়াও উজ্জ্বল চত্তরে অবস্থিত নিজাম হার্ডওয়্যার এর দোকানে একই স্টাইলে দোকেনে চুরি সংঘটিত হয় চোরেরা তার দোকানের নগদ ৩০০০ হাজার টাকা নিয়েযায়। এ সময় তালতলী সাধারণ ব্যাবসায়ীরা ক্ষোভ জানিয়ে বলেন তালতলী বাজারে পাহারাদার ও পুলিশ থাকতে এমন দুটি দোকানে চুরি সংঘটিত হয়েছে যা বিশ্বাস করা যায়না। এ দিকে একই রাতে মালীপাড়া এলাকায় চোরের দল সুলতান মাহমুদের বাড়ির সিদ কেটে দুটি স্বর্নের চেইন ও নগদ ২৫০০ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, তবে আমরাও চেষ্টা করছি তদন্ত করে ঘটনার সাথে জরিতদের দ্রুত গ্রেফতার করতে।